গণআওয়াজ প্রতিনিধি, বিহাড়া : কয়েক হাজার মানুষ দীর্ঘ দুই বছর ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত।
পনেরো দিনের সময়সীমা বেঁধে দিয়ে উত্তাল প্রতিবাদ এলাকার মহিলাদের।
কাটিগড়া বিধানসভা বিহাড়া বাজার এলাকার কয়েক হাজার মানুষ দীর্ঘ দুই বছর ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত।
বার বার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বিভাগীয় কর্তৃপক্ষ।
আজ নিরুপায় হয়ে শতাধিক মহিলা বিহাড়া পার্ট ওয়ান-পার্ট টু পানীয় জল প্রকল্পের সামনে জড়ো হয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন।
তাদের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে জল জীবন মিশনের বিশাল প্রকল্প নির্মাণ করা হলেও এলাকাবাসীর একমাত্র ভরসা রেল লাইনের ওপারে থাকা বেসরকারি স্লিপার ফ্যাক্টরি।
প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন অতিক্রম করে স্লিপার ফ্যাক্টরি থেকে পানীয় জল আনতে হয় গ্রামের মহিলাদের।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কর্মীদের চরম দুর্নীতির জন্য তাদেরকে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত থাকতে হচ্ছে।
কাগজে-কলমে প্রকল্পটি চালু দেখিয়ে টাকা আত্মসাৎ করে গ্রামবাসীদের এই চরম দুর্ভোগে ঠেলে দেওয়া হয়েছে।