সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : ইনচার্জের বিরদ্ধে তদন্তের দাবীতে রবিবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল করিমগঞ্জের লঙ্গাই পুলিশ ফাঁড়ি।
কুকর্মে জড়িত অপরাধীর বিরুদ্ধে কোন তদন্তও ছাড়াই ছেড়ে দেওয়ায় ইনচার্জের বিরুদ্ধে তদন্তের দাবীতে এই উত্তপ্ত রূপ নেয়।
পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ কাণ্ডের প্রতিবাদের ঝড়ের মধ্যে আসামের করিমগঞ্জ জেলার লঙ্গাই এলাকার এক ন্যাক্কারজনক ঘটনায় জড়িত অপরাধীকে ছেড়ে দেয় লঙ্গাই পুলিশ।
জানা গেছে, মাত্র তিন বছরের এক শিশুকন্যার শ্লীলতাহানী করার চেষ্টা করে ১৬ বছরের কিশোর।
এই শিশু কন্যাকে দেখাশোনার জন্য বাড়িতে কিশোরকে রাখা হয়েছিল।
কিন্তু রবিবার এই কিশোর বাড়ির সবার অনুপস্থিতির সুযোগ নিয়ে শিশু কন্যাকে বিবস্ত্র করে কু-কাণ্ড করতে উদ্যত হয়।
বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন বাড়ির মালিক। রাতেই এই কিশোরকে লঙ্গাই পুলিশ ফাঁড়িতে তুলে দেওয়া হয়।
কিন্তু কোন তদন্তও না করে রাতেই অভিযুক্ত কিশোরকে ছেড়ে দেয় পুলিশ। এনিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, তদন্ত না করে পুলিশ অভিযুক্তকে কোন অদৃশ্য কারনে ছেড়ে দিল? তারা এই ঘটনায় ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধেও তদন্তের দাবী জানিয়েছেন।