ধর্মনগর প্রতিনিধির, গণআওয়াজ : চার বাংলাদেশীকে গ্রেপ্তার করল ধর্মনগর থানার পুলিশ।
আজ সকালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের স্টেশন রোডের এলআইসি অফিসের সামন থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
জানাগেছে এই চার বাংলাদেশী কৈলাশহরের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে কুমারঘাট যায়।
সেখানে অটোরিকশা করে বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে শনিবার সকালে ধর্মনগর স্টেশন রোডের এলআইসি অফিসের সামনে আসে।
তাদেরকে দেখে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ চালানো হয়, এতে বেরিয়ে আসে তারা বাংলাদেশী নাগরিক।
তারা স্বীকার করেছে, ঢাকার রুবেল নামের এক ব্যক্তি তাদেরকে ব্যাঙ্গালোরে কাজ দেওয়ার নামে ভারতে নিয়ে আসে।
ধৃতরা হল- মোহাম্মদ হানিফ, মোহাম্মদ ইউসুফ আলী, পারুল বেগম এবং জেসমিন আক্তার। প্রত্যেকের বাড়ী বাংলাদেশের বাগেরহাট জেলায়।