গণআওয়াজ, হাইলাকান্দি : নির্ধারিত সময়ের মধ্যে সব প্রকল্প সম্পন্ন করার নির্দেশ দিলেন রাজ্যের কৃষি, ভেটেনারি, সীমান্ত উন্নয়ন বিভাগের মন্ত্রী অতুল বরা।
মঙ্গলবার হাইলাকান্দিতে বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন।
তিনি বলেন, দেশের প্রথম সারির পাঁচটি রাজ্যের মধ্যে আসামকে নিয়ে আসতে মুখ্যমন্ত্রী সর্বাত্মক পরিশ্রম করছেন।
তাই তার এই স্বপ্নকে সার্থক করার জন্য আধিকারিকদেরকে তাদের অধীনস্থ প্রকল্পগুলি রূপায়ণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে মন্ত্রী আহ্বান জানান।
তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বরাক উপত্যকা পিছিয়ে পড়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘন ঘন রিভিউ মিটিং করতে মন্ত্রীরা এখানে আসছেন।
সভায় জেলা কৃষি বিভাগের আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী, ডিস্ট্রিক্ট ভেটেনারি অফিসার জে এ তালুকদার, স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডাঃ অলকানন্দা নাথ, ফিশারি বিভাগের আধিকারিক, পিএইচই বিভাগ, শিক্ষা বিভাগের আধিকারিক সহ অন্যান্য বিভাগের আধিকারিকরা তাদের বিভাগগুলোর কাজের অগ্রগতি তুলে ধরেন।
সভায় উপস্থিত হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর লালা শহরের ওয়াটার লগিং প্রবলেম নিরসনের জন্য মন্ত্রীর দৃষ্টির আকর্ষণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিডিসি এল্ডাড ফাইরিম এবং জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর।