মিঠুন বড়ুয়া, গণআওয়াজ মার্গেরিটা থেকে : মার্গেরিটায় ট্রেডিং এফ এক্স-এর ভুয়া ব্যবসার নামে কোটি টাকা করে পলাতক বিধান আচার্যী গ্রেফতার।
সুমি বরা এবং বিশাল ফুকনও যে কিভাবে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন তাও সবাই জানেন।
ট্ৰেণ্ডে সুমি-বিশালের গল্প চলার সময়েই প্রকাশ্যে আসে “ট্ৰেণ্ডিং এফ এক্স”-এর রি প্রতারণা।
মার্গেরিটার বিভিন্ন প্রান্তে “ট্ৰেণ্ডিং এফ এক্স”-এর প্রলোভনের ফাঁদে ফেলে কোটি কোটি টাকার প্রতারণা সামনে এসেছে।
জানাগেছে বিধান আচাৰ্যী বিভিন্ন প্রলোভন দিয়ে অনেককে এই ট্ৰেণ্ডিং এফ এক্সের জালে ফাঁসিয়ে সর্বশান্ত করেছে।
মার্গেরিটার সেগুনবাড়ী, পালপাড়া, বড়গোলাই, লিডু, মার্গেরিটা বাজার, লেখাপানি, জাগুন এমনকি ডিরক সহ নামদাং চা বাগিচা থেকেও ট্ৰেণ্ডিং এফ এক্সের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বিধান।
মুখ্যমন্ত্ৰীর রিলিফ ফাণ্ডে হিমন্তবিশ্ব শৰ্মার হাতে পাঁচ লাখ টাকার চেক দিয়ে সেলফি তুলেছিল ট্ৰেণ্ডিং এফ এক্সের মুল মাষ্টার মাইণ্ড রঞ্জিত কাকতি।
পরে এই সেলফির দৃশ্য প্রচার করে ট্ৰেণ্ডিং এফ এক্সে বিনিয়োগে আকর্ষিত করা হয়।
উল্লেখ্য যে, ইউনাইটেড কিংডম, ইংলেণ্ড থেকে পরিচালিত এই ট্ৰেণ্ডিং এফ এক্স রঞ্জিত কাকতিকে সাৰ্টিফিকেট, মানপত্ৰ এবং পদোন্নতি দিয়ে বিলাসী বাহনও দিয়েছে।
কিন্তু এদিকে মার্গেরিটায় বর্তমানে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশাল-সুমির মত অনেকেই সহজভাবে বিত্তশালী হয়ে উঠতে গিয়ে পথে বসেছে। মার্গেরিটার লাজুমের সুদীপ সরকার নামের এক ব্যক্তি ট্ৰেণ্ডিং এফ এক্সের জালে ফেসে সর্বশান্ত হয়েছেন।