মিঠুন বড়ুয়া, গণআওয়াজ মার্গেরিটা : ভুল চিকিৎসায় মার্গেরিটার এফআরইউ হাসপাতালে এক প্রসুতিকে প্রাণ দিতে হল।
এই গুরতর অভিযোগ উত্থাপন করেছেন এক ভক্তভোগীর পরিবার।
হাসপাতালের চিকিৎসকের অবহেলা এবং ভুল চিকিৎসায় রাবিয়া খাতুন নামের ২৯ বছরের এক প্রসুতির করুণ মৃত্যুকে মেনে নিতে হয়।
উল্লেখ্যে হিলভিউ বালুখাদের বাসিন্দা সাহাদাত আলি তাঁর স্ত্রীকে প্রসব যন্ত্রণার জন্য গত ১৭ সেপ্টেম্বর এফআরইউ চিকিৎসালয়ে ভৰ্তি করেন।
সকালে স্বাভাবিক প্রসবের জন্য প্রসুতিকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে রাখা হয়।
কিন্তু রাত সাতটার সময় ডাঃ এস আলম জানান প্ৰসুতিকে অপারেশনের জন্য চেরিশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর রাত আটটা নাগাদ চেরিশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডাঃ এ হালিম রাবিয়াকে ডিব্ৰুগড় হাসপাতালে রেফার করেন।
পরিবারের লোকেরা ডিব্ৰুগড় নিয়ে যাওয়ার সময় চিকিৎসক এ হালিম জানান প্ৰসুতির মৃত্যু হয়েছে।
সাহাদাত স্ত্রীর মৃত্যুর জন্য এফআরইউ হাসপাতালের চিকিৎসকের অবহেলা এবং গাফিলতিকে দায়ী করেন।
এই ঘটনাকে কেন্দ্রকরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সমাজকৰ্মী তৌফিক খানও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।