সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : এপিডিসিএল কার্যালয় ঘেরাও করে স্মার্ট মিটারের তীব্র প্রতিবাদ জানাল করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেস।
স্মার্টমিটার ব্যবহারের ফলে অত্যাধিক বিদ্যুৎ মাশুল বৃদ্ধির জন্যই কংগ্রেসের এই প্রতীবাদ।
সরকার তথা বিদ্যুৎ বিভাগের মনগড়া স্মার্টমিটারের যাতাকলে অতিষ্ঠ নাগরিকদের পাশে দাঁড়িয়ে এই প্রতীবাদ সাব্যস্ত করছে কংগ্রেস।
বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে স্মার্ট মিটার ইস্যু নিয়ে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন চলার সময়ে বৃহস্পতিবার করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেস করিমগঞ্জের বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে।
এদিন জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস সহ যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস কর্মীরা ছাড়া সাধারণ গ্রাহকরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন।
স্মার্টমিটার প্রতিস্থাপন করায় রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে পরিবেশ সরগরম করে তুলেন আন্দোলনকারীরা।
তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বেধীন বিজেপি জোট সরকারের স্মার্টমিটার নীতির তীব্র সমালোচনায় মুখর হন।
এদিনের প্রতিবাদি কার্যসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী, শহর মণ্ডল কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ, নিলামবাজার মণ্ডল কংগ্রেসের সভাপতি আমিনুর রসিদ চৌধুরী সহ অন্যান্যরা।