আব্দুর রহমান, গণআওয়াজ বিনোদিনী বাজার : উত্তর বান্দরকোনা খালপারের এক যুবক আব্দুল বাছিতকে একঘরে করার সিদ্ধান্ত নেওয়া হল।
তার বিরুদ্ধে গ্রামের যুব প্রজন্মকে অপরাধী তৈরীর প্রচেষ্টা চালানোরও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
মসজিদ থেকে “একঘরে” ঘোষনা করা হয়েছে যুবককে,
ওই যুবককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে পাথারকান্দি থানার ওসি ও পুলিশ সুপারের কাছে পৃথক পৃথক স্মারকপত্র প্রদানের প্রক্রিয়াও গ্রহণ করেছে গ্রামবাসী।
উত্তর বান্দরকোনার খালপারের গ্রামবাসীরা প্রতিবাদী সভা করে আব্দুল বাছিতের বিরুদ্ধে এক গুচ্ছ কঠোর সিদ্ধান্ত গ্রহণ নিয়েছেন।
গ্রামবাসীদের অভিযোগ, আব্দুল বাছিত চুরি-ডাকাতি সহ নানা কুকর্ম চালিয়ে গ্রামে ত্রাস সৃষ্টি করেছে।
বেশ কয়েকবার জেল কাটার পর আরও বেপরোয়া হয়ে উঠেছে।
গ্রামের যুবকদেরকে মাদকাশক্ত করে অপকর্মের কন্টেইনম্যান্ট তৈরী করার প্রয়াস চালু রেখেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন গ্রামবাসী।
তারা ২৪ ঘন্টার মধ্যে আব্দুল বাছিতের গ্রেপ্তারি চেয়ে বিক্ষোভ দেখান। গ্রামবাসীরা তাদের দাবির স্বপক্ষে পাথারকান্দির ওসি এবং এসপিকে পৃথক পৃথক স্মারকপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান।