অমৃত পাল, গণআওয়াজ কাঞ্চনপুর : রিয়াং এবং লুসাই সম্প্রদায়ের জনগণদের মধ্যে সীমা বিবাদ সমাধানে কাঞ্চনপুর মহাকুমা শাসকের অফিসে বৈঠক।
দীর্ঘদিন থেকে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার জম্পুই হিলের লুসাই সম্প্রদায়ের জনগণের সাথে জম্পুই হিলের নিম্নবর্তী এলাকার ব্রু (রিয়াং) সম্প্রদায়ের জনগণদের সীমা বিবাদ চলছে।
দুই সম্প্রদায়ের জনগণের মধ্যে একাধিকবার বৈঠক হলেও সমস্যার কোন ধরনের সমাধান হয়নি। যার কারনে সমস্যায় পড়েছেন উভয় সম্প্রদায়ের জনগণ।
তাই আজ সীমা বিবাদের সমস্যা সমাধানে কাঞ্চনপুর মহকুমা শাসকের পৌরহিতে রিয়াং এবং লুসাই সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় মহকুমা শাসকের অফিসে।
বৈঠকে উভয় সম্প্রদায়ের প্রতিনিধিদের বক্তব্য শোনার পর মহকুমার শাসক তাদের আশ্বস্ত করেন, দ্রুত সীমানা বিবাদের সমস্যার সমাধান করা হবে।