আব্দুর রহমান, গণআওয়াজ বিনোদিনী বাজার : বহিষ্কৃত বিধায়ক সিদ্দেককে কংগ্রেসে আর ফেরানো হবে না, সাফ জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী।
সিদ্দেক ঘনিষ্ঠরা তাকে দলে ফিরিয়ে নেওয়ার অনুরোধ নিয়ে রাজ্য নেতৃত্বের দরবার থেকে তিরস্কৃত হয়ে ফিরেছিলেন।
গত লোকসভা নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ও বিধায়ক রকিবুল হুসেনের সঙ্গে শিলচরে দেখা করেছিলেন সিদ্দেক অনুগামীরা।
সেই সময় প্রদেশ সভাপতি ভুপেন তাঁদের জানিয়ে দিয়েছিলেন রাজ্যসভায় ক্রস ভোট করে উচিত কাজ করেননি সিদ্দেক।
বিজেপির চর হয়ে কাজ করা সিদ্দেককে কোনও অবস্থায়ই কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছিলেন রকিবুল হোসেনও।
এদিকে পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ বিজেপি সরকারের বিরুদ্ধে মন্তব্য করায় তার কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনার কথা চর্চায় উঠে আসে।
এর পরিপ্রেক্ষিতে আজ প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক আমিনুর রশিদ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন বহিষ্কৃত বিধায়ককে দলে আর ফেরান হচ্ছে না।
তিনি বলেন, বিধায়ক সিদ্দেক কংগ্রেসে যোগ দেওয়ার জন্য দলের নেতৃত্বর কাছে বার বার পায়ে হাতে দরে কান্না কাটী করে যাচ্ছেন।
কিন্তু এধরনের বিশ্বাসঘাতক বিধায়ককে কংগ্রেসে নেওয়ার কোনও প্রশ্নই আসে না।
আমিনুর বলেন, বিধায়ক শুধু ক্রশ ভোটিং নয়, আয় বহির্ভূত সম্পত্তির মামলা থেকে নিজেকে বাঁচাতেই মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন।
বিগত লোকসভা নির্বাচনে প্রকাশ্যে বিজেপির প্রার্থীর জন্য ভোট ভিক্ষা চেয়েছেন।
এছাড়াও এজিপির অফিস উদ্বোধন করা সহ হাতির ছবির নিচে বসে বিজেপির পক্ষে ভোট চেয়েছেন। তাই কোনও অবস্থায় তাকে দলে ফিরিয়ে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন আমিনুর রশিদ চৌধুরী।