হিবজুর রাহমান বড়ভূইয়া, গণআওয়াজ : দূর্গা পুজোর আগে বকেয়া পরিশোধের দাবীতে কাছাড় জেলা উপায়ুক্ত এবং জেলা পরিষদের সিও-কে স্মারকপত্র দিল পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদ।
সরকার জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়নে একের পর এক পদক্ষেপ নিলেও যারা এই প্রকল্পের বাস্তবায়নে দিনরাত দায়িত্ব পালন করছে তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত।
সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, দশ-পনেরো বছর তারা বিনা বেতনে কাজ করেছেন। এরপর বিভাগীয় মন্ত্রীর নির্দেশে মাত্র ৬ হাজার ৫০০ টাকা বেতন নির্ধারণ করা হয়।
কিন্তু ছয়-সাত মাস থেকে নুন্যতম এই বেতন থেকেও তারা বঞ্চিত।
এছাড়াও জিপি অফিস থেকে পারিশ্রমিকের এই টাকা আনতে গিয়ে পঞ্চায়েত প্রতিনিধি, পঞ্চায়েত সচিব এবং ইউজার কমিটির কাছে তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয়।
তাই তারা স্মারকপত্রে প্রতিমাসের পারিশ্রমিকের ছয় হাজার পাঁচশত টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য দাবি জানান।
জলমিত্ররা জেলা আয়ুক্ত এবং জেলা পরিষদের সিও-কে তাদের বকেয়া দূর্গা পুজোর আগে জলমিত্রদের পরিশোধ করার অনুরোধ জানান।
স্মারকপত্র দেওয়ার সময় কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শামীম আহমেদ লস্কর, সম্পাদক সুব্রত দাস সহ অন্যান্যরা।