নিউজ ডেক্স, গণআওয়াজ : দুর্গাপূজার আগে ভাষা বিতর্ক উস্কে দিল কামরূপ মহানগর প্রশাসন।
প্রশাসন পুজো উপলক্ষে জারী করা এসওপি-তে ব্যানার, হার্ডিং, পোস্টার, তোরণে অসমিয়া ভাষা ব্যবহার করার নির্দেশ জারী করেছে।
এনিয়েই দেখা দিয়েছে এই বিতর্ক।
রাজ্যসভার সাংসদ তৃণমূল নেত্রী সুস্মিতা দেব কামরূপ মহানগর প্রশাসনের জারী করা এই এসওপির তীব্র প্রতীবাদ জানিয়েছেন।
সুস্মিতা বলেন, ভাষা আইন অনুযায়ী ব্রহ্মপুত্র উপত্যকায় সরকারী কাজকর্মে অসমীয়া ভাষা ব্যবহার হবে এবং বরাক উপত্যকায় বাংলা।
দুই উপত্যকার মানুষ সেটাই মেনে আসছেন। কিন্তু দুর্গাপূজা কোন সরকারী নয়, এটা পূজা কমিটির মাধ্যমে জনসাধারণ পরিচালনা করেন।
তিনি এভাবে কারো উপর একটা ভাষা চেপে দেওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটা কি ভাষা আগ্রাসন নয়?
এই ধরনের আগ্রাসনের রাজনীতি বিগত কয়েক বছর ধরে রাজ্যে চলে আসছে।
তার প্রশ্ন, রাজ্যে বসবাসরত বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ কি তাদের উৎসবে নিজের মাতৃভাষায় ব্যানার পোস্টার লাগাতে পারবে না?
যারা ছট পূজা করে তাদেরকে কি হিন্দিতে একটা ব্যানার লাগাতে দেওয়া হবে না? এটা কি অসাংবিধানিক নয়?
উল্লেখ্য যে, রাজ্যে বিগত বছরও দুর্গাপূজায় বীর লাচিত সেনা নামের একটি উগ্র জাতীয়তা সংগঠন ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন পুজো মণ্ডপে ভাষা আগ্রাসন চালায়।
এনিয়ে আসামকে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়। কামরূপ মহানগর প্রশাসন এই এসওপি প্রকাশ করে কি রাজ্যকে আবারও সমালোচনার মুখে ঠেলে দিচ্ছেন না?