আব্দুর রহমান, গণআওয়াজ বিনোদিনী বাজার : রাজ্যের ৩৯টি নব গঠিত সম-জেলার সাথে শুক্রবার করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর এবং পাথারকান্দিতেও উদ্বোধন হল সম জেলা।
রামকৃষ্ণনগর ব্লক খেলার মাঠে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া অনুষ্ঠানিকভাবে সম জেলার উদ্বোধন করেন।
করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ, রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের উপস্থিতিতে রামকৃষ্ণনগর সম-জেলার উদ্বোধন করা হয়।
সম-জেলা স্থাপনের ফলে রামকৃষ্ণনগর বিধানসভার জনগণকে সরকারি কাজকর্মের জন্য আর ৬০-৬৫ কিলোমিটার দূরে করিমগঞ্জ জেলা সদরে যেতে হবে না।
জমির রাজস্ব, উন্নয়নমূলক কাজকর্ম, প্রশাসনিক, ম্যাজিসট্রিয়াল, খাদ্য ও অসামরিক সরবরাহ, আবগারি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সহ দুর্যোগ ব্যবস্থাপনার মত নাগরিক সেবাগুলি পেতে সক্ষম হবেন।
বর্তমানে এই সম-জেলা কার্যালয়ের কাজকর্ম পর্যটন বিভাগের গেস্ট হাউসের কার্যালয় থেকে পরিচালিত হবে।
অনুরুপভাবে পাথারকান্দিতে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার পূর্ত বিভাগীয় ডাক বাংলোর পাশে পাথারকান্দি সম-জেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী, সম-জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবাম, চক্র আধিকারিক বলিনবাবা বালারি সহ অন্যান্যরা।