দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বিজেপির এসসি মোর্চার আসাম রাজ্যিক সভানেত্রী মুণ স্বর্ণকার জানালেন, অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির বিজয়ের প্রতীক হল এই মহোৎসব।
ত্রেতাযুগে অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার স্ত্রী সীতার অপহরণকারী লঙ্কার রাজা রাবনকে বধ করার পর শরৎকালে মা দূর্গার পূজা করেছিলেন।
এর পর থেকেই এই শারদীয় দুর্গাপূজা হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে অত্যন্ত ভক্তি এবং ধর্মীয় মর্যাদায় পালন করে আসছেন।