মিঠুন বড়ুয়া, গণআওয়াজ মার্গেরিটা : আজ মায়ের বোধন, পূজা মণ্ডপগুলোও সাজিয়ে তুলা হয়েছে।
তবে দেবী দুর্গাকে স্বাগত জানাতে সব কিছু সুচারুভাবে সম্পন্ন করতে ব্যস্ততার মধ্যে রয়েছেন পূজা আয়োজক কমিটির কর্মকর্তারা।
মার্গেরিটায়ও দেখা গেছে শারদীয়া দূৰ্গা পূজাকে নিয়ে আয়োজক কমিটির কর্মকর্তাদের মধ্যে ব্যস্ততা।
দেবী দুর্গার আগমনে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এরমধ্যে মার্গেরিটার লিডুর একটি পূজা কমিটি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
ত্রিবেণী সংঘ পরম্পরাগতভাবে এবারও প্রায় দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঠে দুর্গামূর্তি কাঁধে করে মণ্ডপে নিয়ে আসেন।
জানাগেছে, লিডুর রদ গাওঁ, চিপে গাওঁ এবং কলপাড়া গাঁয়ের মানুষ বিগত ৪৫ বছর ধরে সংঘবদ্ধভাবে এই পূৰ্জার আয়োজন করে আসছেন।
এবারও পূৰ্ব পরম্পরাগতভাবে সবাই মিলে দেবী দুৰ্গার প্ৰতিমা কাঁধে তুলে মিছিল করে মণ্ডপে পৌঁছেন।
যে সময়ে পূজার আধ্যাত্মিকতা থেকে মণ্ডপের কারুকাৰ্য্য ইত্যাদির উপর অধিক গুরুত্ব দেওয়া হয়, সেই সময়ে এই পূজা কমিটি তাঁদের পরম্পরা অব্যাহত রেখে পুজার আয়োজন করেছে।
আগামী দিনেও এই পরম্পরা অব্যাহত রেখে পুজার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা।