আব্দুর রহমান, নিলামবাজার : করিমগঞ্জ জেলা জমিয়ত উলামায়ে হিন্দের উদ্যোগে শুরু হল বিনোদিনীবাজার কেন্দ্রের সবাহী মক্তবের পরীক্ষা।
কড়া নজরদারিতে সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দের করিমগঞ্জ দীনি তালিম বোর্ড পরিচালিত সবাহী মক্তবের ফাইন্যাল পরীক্ষা চলছে।
কেন্দ্রের ইনচার্জ হাফিজ জমির উদ্দিন ও উপ সভাপতি খালিদ আহমেদ জানিয়েছেন, সমস্ত রাজ্যের সঙ্গে জমিয়ত উলামা হিন্দের করিমগঞ্জ দীনি তালিম বোর্ড পরিচালিত সবাহী মক্তবের এই পরীক্ষা।
আজ জমিয়তের পতাকা উত্তলোনের মাধ্যমে সবাহী মক্তব পরীক্ষার শুভ আরম্ভ হয়েছে।
পরীক্ষার এক্সটারনেলের দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক লুকমান আহমেদ, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা রয়েছেন।
কুড়িটি মসজিদের মোট ষাট জন ছাত্ররা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
এরমধ্যে রয়েছে বিনোদিনী বাজার জামে মসজিদ, জকিয়ালা, মাজরগ্রাম,ইসলামবস্তী, বটইয়া, মইনাআলা মসজিদও।
পরিক্ষা কেন্দ্রে গার্ড হিসেবে নিযুক্তি পেয়েছেন চেরাগী কৌমিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মৌলানা ছালেহ আহমেদ, মৌলানা নাজিম উদ্দিন, মুফতি ফরিদ উদ্দিন, হাফিজ মৌলানা হুসবান আহমেদ, ময়না আলা মসজিদের ইমাম আব্দুর রহমান, সিহাব উদ্দিন প্রমুখ।