গণ আওয়াজ অনলিনে ডেস্ক, ১৮ আগস্ট, বৃহস্পতিবার : বলিউড অভিনেত্রী শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজের নামও এবার আর্থিক কেলেঙ্কারিতে জড়াল ।
তার বিরুদ্ধে ২১৫ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ এনে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)।
উল্লেখ্য যে গত বছরই খবরের শিরোনামে উঠে এসেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।
২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি রয়েছেন চন্দ্রশেখর।
জ্যাকলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
ওই সময় অন্তবর্তীকালীন জামিনে ছিলেন চন্দ্রশেখর।
ইডি সূত্রে জানা গেছে, চেন্নাইয়ে চারবার সাক্ষাৎ হয় জ্যাকলিন ও চন্দ্রশেখরের। সুকেশের হাতে যে আইফোন রয়েছে, তাতে ইসরাইলের সিমকার্ড ব্যবহার করে এই বৃহৎ কেলেংকারি সংগঠিত করা হয়।
এরপর থেকেই ইডির নিশানায় আসেন জ্যাকলিন। গত ডিসেম্বরে মুম্বাই বিমানবন্দরে আটকানো হয় জ্যাকলিনকে। অভিনেত্রীকে ৮ ডিসেম্বর ইডি কর্মকর্তারা তাদের দফতরে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।
আর্থিক তছরুপ প্রতিরোধ মামলার আওতায় জ্যাকলিনের অবৈধ সম্পত্তিও বাজেয়াপ্ত করে ইডি।
ইডি কর্মকর্তারা মনে করছেন সুকেশের কীর্তি সম্পর্কে জানতেন জ্যাকলিন। তার এই কাজের লাভও পেতেন।
এই জন্যই সুকেশের পর নায়িকার বিরুদ্ধে ২১৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইডি চার্জশিট দাখিল করেছে।