মোস্তফা আহমদ মজুমদার, গণআওয়াজ হাইলাকান্দি : ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মাদ্রাসায় মানবতার শিক্ষা দেওয়া হয়।
তাই সন্তানকে পরিপূর্ণ ইসলামী শিক্ষাদানের যথাযথ ব্যবস্থা করা পিতা মাতার নৈতিক দায়িত্ব।
মঙ্গলবার হাইলাকান্দি জেলার মোহনপুর আর এ ভটরবাজার আহমদিয়া কৌমিয়া মাদ্রাসার বার্ষিক জলসা মহফিলে বলেন, দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসার শায়খুল হাদীস হজরত মাওলানা আলিম উদ্দিন.
নিজের সন্তানদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এদিনের ভটরবাজার আহমদিয়া কৌমিয়া মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্রকে মাওলানা আলিম উদ্দিন পাগড়ি পরিয়ে হাফিজ স্বীকৃতি দেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শায়খুল হাদীস মাওলানা আয়ুব আলীর সভাপতিত্বে আয়োজিত ওয়াজ মাহফিল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু বুধবার সকাল ১০ টা পর্যন্ত চলে।
ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা আলী আহমদ, মাওলানা শায়খুল ইসলাম, মাওলানা ইমদাদ উল্লাহ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা কবির উদ্দিন লস্কর।
আমন্ত্রিত অতিথিদেরকে মাদ্রাসা পরিচালন কমিটির পক্ষ থেকে পাগড়ি ও গামছা দিয়ে বরণ করা হয়।
প্রকাশ্যে এই মাহফিলে মাদ্রাসার বিগত বছরের আয় ব্যয়ের হিসাব পড়ে শুনান সম্পাদক আমির হোসেন মজুমদার ও জয়নুল হক বড়ভূইয়া।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা আছহাব উদ্দিন, মাওলানা নূর আলম, মাওলানা সামস উদ্দিন, মাওলানা সালেহ আহমদ, হাফিজ উবায়দুল্লাহ।
কমিটির পক্ষে ছিলেন, সামসুল হক লস্কর, হাফিজ সামসুল হক, আব্দুল হক বড়ভূইয়া ও ইসলাম উদ্দিন বড়ভূইয়া প্রমুখ। কমিটির কর্মকর্তারা এদিন দেশ ও প্রবাসের ইসলাম দরদী জনসাধারণকে এই মাদ্রাসার জন্য সাহায্য ও সহযোগিতা করার আবেদন জানান।