সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : পঞ্চাশ বছর পূর্তিতে কালীপুজোয় চমক শৌভনিক ক্লাবের।
এবার কালীপুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজে সেজে ওঠছে সীমান্ত শহর করিমগঞ্জ।
রামমন্দির কিম্বা কাল্পনিক আদলে মন্দির সহ শহরের প্রতিটি পুজো প্যান্ডেলে এবার থাকছে কোনো না কোনো চমক।
এদিকে শহরের অন্যতম শৌভনিক ক্লাবও এবার পঞ্চাশ বছরে পা দিচ্ছে।
তাই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই ক্লাবও এবারের কালীপুজোয় একাধিক চমক দিতে প্রস্তুত।
কলকাতা থেকে কারিগর এনে প্যান্ডেল তৈরির কাজ চলছে। এরমধ্যে পুজোয় অন্যতম আকর্ষণ হচ্ছে মহিলা ঢাকির দল।
পশ্চিম বঙ্গ থেকে আসছে এই ঢাকির দল। এছাড়াও থাকছে বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কার্যসূচি।
আজ সাংবাদিক সম্মেলন করে পুজো উপলক্ষে আয়োজিত তাঁদের বিভিন্ন কার্যসূচি তুলে ধরেন ক্লাবের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে ছিলেন জুয়েল রায়, শুভম রায়, দেবর্ষি কর, ভাস্কর রায়, জহর সেন, বাপ্পী দাস, সুরজিৎ রায় প্রমুখ ।