মার্গেরিটা সাংবাদিক সংস্থার ২২তম প্ৰতিষ্ঠা দিবস উদযাপন হল লিডুতে

Spread the love

মিঠুন বড়ুয়া, গণআওয়াজ মার্গেরিটা : আজ লিডুতে উদযাপন করা হল মার্গেরিটা সাংবাদিক সংস্থার ২২তম প্ৰতিষ্ঠা দিবস।

প্ৰতিষ্ঠা দিবসের সঙ্গে সংগতি রেখে সকালে মার্গেরিটার অসামরিক হাসপাতালের রোগাক্রান্তদের মধ্যে ফল-মূল বিতরণ করা হয়।

উল্লেখ্যে যে, মার্গেরিটা সাংবাদিক সংস্থা জন্মলগ্ন থেকেই বিভিন্ন সময় সামাজিক কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে।

এবার সংস্থার প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে এক মানবতার দৃষ্টি ভঙ্গিতে রোগাক্রান্তদের মধ্যে ফলমূল বিতরণ করে।

এরপর লিডু কেন্দ্ৰীয় নামঘে এক সভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরহিত্ব করেন মার্গেরিটা সাংবাদিক সংস্থার সভাপতি রাম প্রসাদ আম্বেদকর।

প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে বিশিষ্ট সাহিত্যিক, জ্যেষ্ঠ সাংবাদিক শিক্ষাবিদ জগত চাংমাইকে সম্বৰ্ধনা দেওয়া হয়।

আলোচনা সভায় এই প্ৰবীণ সাংবাদিক, বিশিষ্ট সাহিত্যিক তথা শিক্ষাবিদ নিজে সাংবাদিক জীবনের স্মৃতিস্মৃতিচারণ করার সাথে সাথে সাংবাদিকদের দায়িত্ব-কৰ্তব্য নিয়ে বক্তব্য রাখেন।

সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন মার্গেরিটা সাংবাদিক সংস্থার সম্পাদক রাণাজ্যোতি নেওগ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অখিল অসম ভোজপুরী পরিষদের কেন্দ্ৰীয় সভাপতি কৈল্যাশ কুমার গুপ্তা, লিডু শাখা সাহিত্য সভার প্ৰাক্তন সভাপতি চন্দ্ৰ গৌতম, শিল্পী ববীতা দাস চৌধুরী, লিডু জুনিয়র কলেজের অধ্যাপিকা দীপান্বিতা বিশ্বাস প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token