ড্ৰাগসের বিরুদ্ধে রাস্তায় বেরিয়ে এলেন মৈরাবাড়ীর মহিলারা, গ্রেফতার চার পাচারকারী

Spread the love

ইছমাইল হুসেন, গণআওয়াজ মৈরাবাড়ী : গতকাল রাতে স্থানীয় জনতার সহযোগে পুলিশ বিপুল পরিমান ড্রাগস সহ এক মহিলা এবং আরও তিন পাচারকারীকে গ্রেফতার করে।

তাতিকাটার শহর বস্তিতে অভিযান চালিয়ে এই ড্রাগস পাচারকারীদের আটক করা হয়।

তাদেরকে অল্লাশি চালিয়ে পুলিশ নগদ পঞ্চাশ হাজার টাকা এবং ১৩টি ড্ৰাগস ভৰ্তি কনটেইনার জব্দ করে।

ধৃত ড্ৰাগস পাচারকারীরা হল ছাইফুল ইসলাম, ফরিছুল ইসলাম, ছাদ্দাম হুসেন এবং মৰ্জিনা খাতুন।

উল্লেখ্য, কুখ্যাত ড্ৰাগস পাচারকারীরা বেশ কিছুদিন ধরে নগাঁও এবং মরিগাঁও জিলার বিভিন্ন প্ৰান্ততে ড্ৰাগস সরবরাহের সঙ্গে চুরিকাণ্ড সংগঠিত করে ত্রাসের সৃষ্টি করে আসছিল।

গতকাল রাতে ছাইফুল ইসলাম, ফরিছুল ইসলাম এবং ছাদ্দাম হুসেইনকে জনতা পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন।

আজ এই অঞ্চলের মহিলারা আরও এক কুখ্যাত ড্ৰাগস ব্যবসায়ী মৰ্জিনা খাতুনকে পুলিশের হাতে তুলে দেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token