মৈরাবাড়ী প্রতিনিধি, গণআওয়াজ : পণ্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে ১৪ নভেম্বর দিনটিকে দেশজুড়ে শিশু দিবস হিসাবে পালন করা হয়।
এদিন মৈরাবাড়ীর শংকর-আজান বিদ্যাপীঠ সহ পি এম শ্ৰী আদৰ্শ বিদ্যালয়ে ছাত্ৰছাত্ৰীরা তথা আমন্ত্ৰিত অতিথিরা পণ্ডিত জহরলাল নেহেরুর প্ৰতিচ্ছবির সামনে প্রদীপ প্রজ্জলন করেন।
এ উপলক্ষে বক্তৃতা প্ৰতিযোগিতা, কুইজ প্ৰতিযোগিতা, ছবি অকা প্ৰতিযোগিতা সহ নৃত্য-সঙ্গিতের আয়োজন করা হয়।
শিশু দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰীদের হাতে লেখা ম্যাগাজিন “দাপন-এর” শুভ উন্মোচন করেন কবি, লেখক তথা মৈরাবাড়ী প্রেসক্লাবের মুখ্য উপদেষ্টা বাহারুলুম চৌধুরী।
সঙ্গে ছিলেন, শংকড়-আজান বিদ্যাপীঠের প্রধানশিক্ষক ফরিদ উদ্দীন আহমেদ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
এদিকে মৈরাবাড়ী আদৰ্শ বিদ্যালয়েও সাংস্কৃতিক কাৰ্যসূচীর সঙ্গে বিভিন্ন ধরনের প্ৰতিযোগিতামুলক অনুষ্ঠানের মাধ্যমে শিশু দিবস উদযাপন করা হয়। প্ৰতিযোগিতায় বিজয়ীদের মানপত্ৰ সহ বিভিন্ন পুরস্কার প্ৰদান করা হয়।