প্রফুল্ল কুমার দাস, গণআওয়াজ বঙাইগাঁও : ভোট শেষ হতেই বঙাইগাঁও এবং সিডলি সমষ্টি নিয়ে শুরু হয়েছে চুলছেরা বিশ্লেষণ।
তেরো নভেম্বর রাজ্যের পাঁচটি বিধানসভা আসনের জন্য ভোট গ্রহন করা হয়। এরমধ্যে বঙাইগাঁও এবং সিডলি সমষ্টি রয়েছে।
বঙ্গাইগাঁও সমষ্টির ভোটার সংখ্যা হল ১,৮২,৩৫৪ জন এবং সিডলীতে ২,১৭,২২৬ জন। এরমধ্যে বঙ্গাইগাঁওয়ে ভোট পড়েছে ৭২ শতাংশ এবং সিডলীতে ৭১.৫০ শতাংশ।
গননা হবে আগামী ২৩ নভেম্বর। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এতদিন অপেক্ষায় থাকতে রাজী নয়। তাই শুরু হয়েছে অংক কষাকষি।
অনেকেই হিসাবে উঠে আসছে বঙাইগাঁও বিধানসভায় উপনির্বাচনে জয়ী হচ্ছেন কংগ্রেস প্রার্থী, অন্যদিকে সিডলীতে বিপিএফ প্রার্থীর অধিক ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এখন দেখা যাক আগামী ২৩ নভেম্বর ভোট গননার পর কার ভাগ্যে সিকে ছিড়ে, এখন সবাইকে সেই দিনের অপেক্ষায়ই থাকতে হবে।