আগরতলা 20 অক্টোবর: ত্রিপুরার ছাঁটাই ১০,৩২৩ জন শিক্ষকদের প্রতিনিধিদের নিয়ে তাদের সমস্যার সমাধানের জন্য প্রখ্যাত আইনজীবী কপিল সিবালের সাথে দেখা করলেন প্রদ্যোত কিশোর দেববর্মা।
সোশ্যাল মিডিয়ায় প্রদ্যোত কিশোর দেববর্মা নিজেই এক পোস্টে লিখেছেন, প্রখ্যাত আইনজীবী কপিল সিবালের সাথে ছাঁটাই শিক্ষকদের প্রতিনিধি দলের দেখা হয়েছে।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের প্রতিনিধিত্ব করবেন এবং শিক্ষকদের ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। প্রদ্যোত বলেন প্রতিশ্রুতিই অঙ্গীকার।
উল্লেখ্য যে ২০১০ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার কর্তৃক নিয়োগকৃত ১০,৩২৩ শিক্ষক জন অন্যায় ভাবে নিযুক্তি দেওয়ার কারণে আদালতের আদেশে বরখাস্ত করা হয়েছিল।
চাকরিচ্যুত শিক্ষকরা পুনঃনিয়োগের দাবিতে একের পর এক বিক্ষোভ করেন কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি।
তবে পুরনো সংখ্যা ১০,৩২৩ জন শিক্ষকের সংখ্যা এখন অনেকটাই কমে গেছে। শিক্ষকদের অনেকেই টেট বা অন্য ক্ষেত্রে চাকরি পেয়েছেন এবং কেউ কেউ মারাও গেছেন। তবে আইনজীবী কপিল সিবালের প্রতিশ্রুতিতে চাকরিচ্যুত শিক্ষকরা আশাবাদী তাদের একটা ব্যবস্থা হবে বলে।