প্ৰফুল্ল কুমার দাস, গণআওয়াজ বঙাইগাঁও : উত্তরপূর্বাঞ্চল সহ আসাম থেকে আটক করা হল বাংলাদেশ ও পাকিস্তান পন্থি মুসলিম জঙ্গি সংগঠন জয়েস ই মহম্মদের শতাধিক সদস্যকে।
পার্শ্ববর্তী বাংলাদেশে হিন্দু নির্যাতন চলার সময়ে এই কট্টর ইসলামিক জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযানে নামে এনআইএ এবং এসআইএ সহ বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসন।
আসামের গোয়ালপাড়া এবং বঙাইগাঁও জেলা থেকে বেশ কয়েকজন সন্দেহযুক্ত ব্যক্তিকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সাফল্য আসে।
প্রাপ্ত তথ্য অনুসারে গতকাল রাত নামনী অসম তথা বিটিআর-এর কোকরাঝাড় জেলা থেকে ইসলামিক জঙ্গি সংগঠন জয়েস ই মহম্মদের সন্দেহযুক্ত ৮ জন নেতা-সদস্যকে এসটিএফ বাহিনী আটক করতে সক্ষম হয়।
একইভাবে ধুবরী জেলায়ও পৃথক অভিযান আরও বেশ কয়েকজন জয়েস ই মহম্মদের সদস্যকে আতক করা হয়।
কোকরাঝাড় জেলা থেকে জয়েস ই মহম্মদের যেসব সদস্যকে আটক করা হয়েছে তারা হল হাকিম আলী মণ্ডল, হাবিজুর আলী, মজনু শেখ, আমিদুল শেখ, নুর ইসলাম, মুজিবুর রহমান এবং আব্দুল করিম।
এসটিএফ বাহিনী কোকরাঝাড় জেলার জয়পুর, খাচিপাড়া, ভোটগাঁও এবং ভাদ্রেয়াগুড়ী থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
একইভাবে ধুবরী জেলায় অভিযান চালিয়ে ইনামূল হক নামের জয়েস ই মহম্মদের এক সদস্যকে আটক করা হয়।
এই ঘটনার পর রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।