সৌরজিৎ ধর, গণআওয়াজ হাইলাকান্দি : বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে হাইলাকান্দি মশাল মিছিল করে প্রতিবাদ জানালো সনাতনী ঐক্য মঞ্চ।
উল্লেখ্য যে, বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার, মন্দির ভাঙচুর, সংম্পত্তি লুটপাট, মহিলাদের সম্মানহানি সহ হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
আসামের হাইলাকান্দি জেলাতেও এই ঝড় আঁচড়ে পড়েছে। সনাতনী ঐক্য মঞ্চ মশাল মিছিল করে বাংলাদেশের এই ঘটনার নিন্দা এবং ধিক্কার সাব্যস্ত করে।
মিছিলটি হাইলাকান্দির শহীদ বেদি থেকে বের হয়ে পুরো শহর পরিক্রমা করে ওই স্থানে এসে সমাপ্ত হয়।
মিছিলকারিরা বাংলাদেশের সামগ্রী জালিয়ে দোকানদারের সে দেশের সামগ্রী না রাখার দাবী জানান। মিছিল সনাতনী ঐক্য মঞ্চের বিশিষ্ট পদাধিকারীরা সহ হাইলাকান্দি বিজেপির কার্যকর্তারা উপস্থিত ছিলেন।