ইসমাইল হোসেন, গণআওয়াজ মৈরাবাড়ী : শুক্ৰবার মৈরাবাড়ী প্রেসক্লাবে এবিডি গ্ৰুপ নামের একটি স্বেচ্ছাসেবি সংস্থা গঠন করা হয়েছে।
এই সংস্থা আসামের ভিন্ন প্ৰান্তে বিনামূল্যে রক্ত যোগান ধরার উদ্দেশ্যে গঠন করা হয়েছে।
শীগ্ৰই এই সংস্থা রাজ্যের বিভিন্ন জেলায় রক্তের জন্য হাহাকার করা লোকদেরকে বিনামূল্যে রক্ত যোগান দেবে।
বেশ কয়েকজন সাংবাদিক, চিকিৎসক, শিক্ষাবিদ, পুলিশ কর্মী সহ সরকারী বিভিন্ন বিভাগে কর্মরত কৰ্মচাৰী এবং ছাত্ৰসমাজকে নিয়ে বিনামূল্যে রক্ত যোগানের উদ্দেশ্যে সংস্থা গঠন করা হয়েছে।
খুব শীগ্রই এই সংস্থা একটি ওয়েবসাইট ওপেন করে রাজ্যের জনগণের মধ্যে বিনামূল্যে রক্ত যোগান ধরবে জানিয়েছে সংস্থার কর্মকর্তারা।
রাজ্যের যে কোন এলাকার আগ্রহীরাও এই সংস্থার সদস্য হতে পারবেন জানিয়েছেন এবিডি গ্রুপের কর্মকর্তারা।