গণআওয়াজ হাইলাকান্দি : অরুণোদয় নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ আনলো কাঞ্চনপুর আঞ্চলিক যুব কংগ্রেস কমিটি।
তাদের অভিযোগ, প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে দুর্নীতির আশ্রয়ে অরুণোদয় পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এনিয়ে কাঞ্চনপুর জিপিতে অনুষ্ঠিত গ্ৰামসভায় অরুণোদয় প্রকল্প নিয়ে প্রতিবাদে সরব হয়েছে আঞ্চলিক যুব কংগ্রেস কমিটি।
যুব কংগ্রেসের অভিযোগ, প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে উৎকোচের মাধ্যমে আর্থিক সচ্ছল ব্যাক্তিদের অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে।
তারা জানান, বিধবা মহিলা থেকে প্রতিবন্ধী সবাইকে বঞ্চিত করে পঞ্চায়েত প্রতিনিধিরা নিজের ঘনিষ্ঠদের মধ্যে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার অপপ্রয়াস চালিয়েছেন। এনিয়ে যুবকংগ্রেস তদন্তের দাবিও জানিয়েছে।