জল জীবন মিশনের হর ঘর নল, হর ঘর জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ বড়খলায়

Spread the love

ব্যুরো রিপোর্ট, বড়খলা : জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল জীবন মিশনের হর ঘর নল হর ঘর জল প্রকল্পে গ্রাম কাছাড়ে বিভাগীয় কর্মকর্তাদের চরম গাফিলতি, দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ উঠেছে।

রবিবার এরকম অভিযোগ উঠে বড়খলা থেকেও।

বড়খলা প্রথম খন্ডে বাটিগ্রাম এলাকায় জল সরবরাহ প্রকল্প কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়, জমিদাতা আনছার হোসেন বড়ভুইয়া লিখিত ভাবে জমি দান করেছেন।

কিন্তু রহস্যজনকভাবে শনিবার উজাননগর গ্রামে কাজ শুরু করেছেন বরাত প্রাপ্ত ঠিকাদার।

এলাকার জনগণের অভিযোগ, বাটিগ্রামের প্রকল্প কিভাবে উজাননগরে গেল, কার স্বার্থে প্রকল্প স্থানান্তর করা হল।

উজাননগরে আরেকটি প্রকল্প থাকার পর জে ই কিভাবে প্রকল্পটি স্থানান্তর করতে পারলেন? এনিয়ে নানা প্রশ্ন উত্থাপন করছেন জনগণ।

তারা এব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্ত দাবী করেছেন এবং প্রকল্পটি বাটিগ্রামে নির্মাণের দাবি জানিয়েছেন।

এদিন গণআওয়াজকে এই অভিযোগ তুলে ধরেন, রাহুল আহমেদ বড়ভুইয়া, জলাল উদ্দিন মজুমদার, একলাছ উদ্দিন রাজ বড়ভুইয়া, তৈয়বুর রাহমান মজুমদার, আনওয়ার হোসেন মজুমদার, নিয়াজ মজুমদার প্রমুখ।

তারা হুসিয়ারি দিয়ে বলেন, তাদের এলাকায় যদি প্রকল্পটি স্থাপন করা না হয় তাহলে তারা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token