মৈরাবাড়ী প্রতিনিধি, গণআওয়াজ : গ্ৰাম বিকাশ পরিষদ পরিচালিত মৈরাবাড়ীর বৃদ্ধাশ্ৰমে আয়োজন করা হল প্ৰীতি ভোজ।
মৈরাবাড়ী প্রেসক্লাব সহ স্থানীয় সচেতন নাগরিকদের সঙ্গে বৃদ্ধাশ্ৰমে বসবাসকারীরাও আহার গ্ৰহণ করেন।
বৰ্তমান বিশ্বায়নের যুগে নব প্ৰজন্মের মানবীয় মূল্য বোধের অবক্ষয় এবং সমাজের একাংশ লোকের অধিক স্বাৰ্থান্ধতার কারনে নিজের পরিবারের মধ্যেও দুরত্ব বেড়েছে চলেছে।
যা, কখনই মানব সমাজের জন্য আশাব্যঞ্জক নয়।
সত্যি কথা বলতে গেলে, এখন আর আমাদের পূর্বপুরুষদের দিনের মতো আর কোনও দিন নেই।
মানুষের স্নেহ-প্রেমে ঘুণও পোকা বাসা বেধেছে। মানবীয় গোনাগুণ- যেমন ধৈৰ্য, দয়া, ক্ষমা ইত্যাদি বিলুপ্ত হওয়ার উপক্ৰম হয়েছে।
নিজের পিতা-মাতার জন্য এই সুন্দর পৃথিবী দেখার পাইলেও আজ সেই পিতা-মাতা নিজের সন্তানের দ্বারা অবহেলিত এবং নির্যাতিত হয়ে বৃদ্ধাশ্ৰমে থাকতে হচ্ছে।
মরিগাঁও জেলার মৈরাবাড়ীতে থাকা এই বৃদ্ধাশ্ৰমে থাকা লোকদের সঙ্গে একই সঙ্গে প্ৰীতি ভোজ খেয়ে সকলকেই আনন্দ উপভোগ করতে দেখা গেছে।