গণআওয়াজ প্রতিনিধি, হাফলং : উমরাংসো কয়লা খনির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আসাম সরকার।
এদিকে বৃহস্পতিবার পুলিশও বিশেষ তদন্ত দল ঘোষণা করেছে।
উল্লেখ্য, এই খনিতে চার শ্রমিক নিহত এবং আরও পাঁচজন ভেতরে আটকা পড়েছে।
নিহতদের এই শ্রমিকদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে একই সঙ্গে এলাকার ২২০টি অনুরূপ র্যাট-হোল খনি বন্ধ করে দিয়েছে।
ডিমা হাসাও জেলার উমরাংসোর এই কয়লা খনিতে গত ৬ জানুয়ারী হঠাৎ করে পানি ঢুকলে ভেতরে আটকা পড়ে ৯ জন শ্রমিক।
এরপর চলে উদ্ধার অভিযান, এতে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এনিয়ে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা উমরাংসো ট্র্যাজেডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ঘটনাস্থলে নিযুক্ত কর্মকর্তারা পরিস্থিতি সম্পর্কে একটি উপস্থাপনা দিয়েছেন।
এতে জল অপসারণ সম্পন্ন হতে প্রায় ২৫ থেকে ৬০ দিন সময় লাগবে। মুখ্যমন্ত্রী বলেন, বাকি পাঁচ শ্রমিকের বেঁচে থাকার সম্ভাবনা এখন ক্ষীণ, তাই নয়জন শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি।