রাজ্যের প্রথম স্থান সহ একশ শতাংশ পাশ
মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : আসাম মাধ্যমিক শিক্ষাপর্ষদ পরিচালিত এবারের হাইস্কুল শিক্ষান্ত পরিক্ষায় হাইলাকান্দি জেলা সদরের লালা রোডের বেসরকারি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্র ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরীক্ষার্থীরা চমক সৃষ্টি করেছেন।
রবীন্দ্র ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী নাজিফা খানম লস্কর ইংরেজিতে ১০০ তে ১০০ পেয়ে রাজ্য সেরা হয়েছে। নাজিফা খানম লস্কর ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়।
রবীন্দ্র ভারতীর ৩৬ জন ছাত্র ছাত্রী পরিক্ষায় বসেছিলেন, পাশের হার একশ শতাংশ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী ২১ জন প্রথম বিভাগে, দ্বিতীয় বিভাগে ১৫ জন উর্ত্তিণ হয়েছেন অত্যন্ত সুনামের সাথে। পাশাপাশি ডিস্টিঙ্কশন ৪ টি এবং স্টার মার্ক পেয়েছেন ৩ জন ছাত্র ছাত্রী।
সব মিলিয়ে লেটার এসেছে ৪৩ টি।
জেলা সদরের বেসরকারি বাংলামাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্র ভারতীর পরীক্ষার্থীরা ইংরেজিতে দাপট দেখিয়েছে।
প্রথম বিভাগে উর্ত্তিণদের মধ্যে মাফরুজা ফেরদৌস লস্কর ৫ টি বিষয়ে লেটার, মরিয়ম খানম লস্কর ৪ টি বিষয়ে লেটার, আফরোজা খানম লস্কর ৪ টি বিষয়ে লেটার, নাজিফা খানম লস্কর ৩ টি বিষয়ে লেটার সহ ইংরেজিতে রাজ্য সেরা হয়েছে।
জামিমা খানম লস্কর ৪ টি বিষয়ে লেটার নিয়ে স্টার মার্ক, গুলজার আহমেদ লস্কর ৩ টি বিষয়ে লেটার সহ স্টার মার্ক পেয়েছে।
সাহেদ আহমদ লস্কর দুটি বিষয়ে লেটার নিয়ে প্রথম বিভাগে উর্ত্তীর্ণ হয়েছে। এনিয়ে রবীন্দ্র ভারতী স্কুলের প্রধান শিক্ষক সহ এসব মেধাবী ছাত্র ছাত্রীদের অভিবাবকরা সংবাদ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।