জুলি দাস, গণ আওয়াজ শ্রীভূমি : বিশাল আকৃতির পরোটা। এই পরোটা ছোট থেকে বিশাল করার মুন্সিআনাও দারুণ।
শ্রীভূমি শহরতলীর উজানডিহিতে শাহ সৈয়দ রফিকুল ইসলাম মাদানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসালে সওয়াব মহফিল উপলক্ষে বিশাল মেলা বসে।
সেখানেই দৃষ্টি কেড়েছে এই বিশাল আকৃতির পরোটা। কৌতূহলি জনগণ তা দেখতে ভিড় জমান।
কেজি হিসেবে বিক্রি হয়েছে এই পরটা।
জানা গেছে, উত্তরপ্রদেশের লকনৌ থেকে দোকানিরা প্রতিবছর ডিসেম্বরে এখানে আসেন, আবার চলে যান ফেব্রুয়ারিতে।
বদরপুরে ভাড়াটে থেকে বিভিন্ন জায়গায় গিয়ে তারা পরোটার দোকান খুলেন।