দিগরখাল টোলগেটে জব্দ কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাফ ও গাঞ্জা, আটক-১  

Spread the love

কালাইনছড়া প্রতিনিধি, গণআওয়াজ : কাছাড়ের কাটিগড়া দিগরখাল টোলগেটে জব্দ করা হল প্রায় ১ কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাফ এবং গাঞ্জা।  

ন্যাকা চেক গেটে নিয়মিত তল্লাশিতে জব্দ করা হয় ৮৬৪০ বটল কফ সিরাফ এবং ২ কেজি গাঞ্জা।

যার কালোবাজারি মুল্য কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।  

এই নেশাজাতীয় সামগ্রগুলো মেঘালয় থেকে মিজোরাম নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানা যায় l এই ঘটনায় আটক করা হয় জয়লালদান থাংগা নামের এক পাচারকারীকে।  

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token