অয়াহিদুর রহমান, কলিয়াবর : রাজ্যের অন্যান্য অংশের সাথে কলিয়াবরেও আজ ঈদ-উল-আজহা উদযাপন হয়।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কলিয়াবরের সংখ্যালঘু বসতি অঞ্চল বড়গুলিতে আনন্দময় পরিবেশে ঈদুল আজহা উদযাপন করেছেন ইসলাম ধর্মামলম্বি মানুষ।
বড়গুলির ১নং ঈদগাহ ময়দানে গ্রামবাসীর সঙ্গে বৃহত্তর বড়গুলি অঞ্চলের ইসলাম ধর্মামলম্বিরা সম্মিলিত ভাবে ঈদের নামাজ আদায় করেন।
জাতি-ধৰ্ম-ভাষা নিৰ্বিশেষে সকলের মধ্যে ভাতৃত্ববোধ বজাই রাখার জন্য আল্লাহর কাছে দুয়া-প্ৰাৰ্থনা করেন ইছলাম ধৰ্মালম্বীরা।
আজের এই পবিত্র দিনে ত্যাগ, আনন্দ, ভাতৃত্ববোধের উৎসব ঈদ উপলক্ষে ইসলাম ধৰ্মাবলম্বীরা সকলকে পবিত্ৰ ঈদের শুভেচ্ছোও জানান।