মৈরাবাড়ী প্রতিনিধি, গণআওয়াজ : কাজের প্রলোভন দিয়ে ডিমাপুরে নিয়ে মৈরাবাড়ির এক যুবককে জিম্মি করে চাঞ্চল্য বিরাজ করছে।
মৈরাবাড়ীর কাজিম উদ্দিন ওরফে গাজী এবং ডবকার জহিরুল ইসলাম নামের দুই ব্যক্তি ইনামুল ইসলাম নামের এক যুবককে কাজ দেওয়ার প্ৰলোভন দিয়ে ডিমাপুরে নিয়ে যায়।
সেখানে নিয়ে তারা এই যুবককে তুলে দেয় একটি নাগা অপরাধী চক্ৰের হাতে। নাগা অপরাধী চক্র ইনামুলের মুক্তিপন হিসাবে পাচঁ লক্ষ টাকা দাবী করেছে।
সময়মত মুক্তিপণের টাকা না দিলে ইনামুলকে হত্যারও হুমকি দিয়েছে নাগা এই অপরাধী চক্র। তারা ফোনে সরাসরি অপহিত যুবক ইনামুলের পিতাকে এই হুমকি দিয়েছে।
বার বার ফোনে হুমকি আসায় ভেঙ্গে পড়েছেন ইনামুলের পিতা সহ পরিবারের লোকজন। তারা তাদের সন্তানকে উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করছেন।