পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীত্বের আবেদনে দিতে হবে ডনেশন, হাইলাকান্দি কংগ্রেসের নির্দেশনা

Spread the love

গণআওয়াজ হাইলাকান্দি : পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রার্থীর মনোনয়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল হাইলাকান্দি জেলা কংগ্রেস।

অসম প্রদেশ কংগ্রেস কমিটির সার্কুলার নং APCC/2025/Letter/016 অনুযায়ী, দলীয় প্রার্থী নির্বাচনের নির্দেশনা বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর।

তিনি জানান, প্রতিটি জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত এবং ওয়ার্ড সদস্য পদে মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৫এর মধ্যে নির্ধারিত নন-রিফান্ডেবল ডোনেশন ফি-সহ আবেদন করতে হবে।

জেলা পরিষদ পদের জন্য ১৫,০০০(পনেরো হাজার) টাকা, আঞ্চলিক পঞ্চায়েত পদের জন্য ৭,০০০ (সাত হাজার) টাকা এবং ওয়ার্ড সদস্য পদের জন্য ১,০০০ (এক হাজার) টাকা করে প্রত্যেককে ডোনেশন দিতে হবে।

জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থীরা জেলা কংগ্রেস কার্যালয়ে আবেদন জমা দেবেন, এবং ওয়ার্ড সদস্য পদের প্রার্থীরা সংশ্লিষ্ট মণ্ডল কংগ্রেস কমিটির কার্যালয়ে আবেদন পত্র জমা করতে হবে।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে বলেও তিনি জানিয়েছেন।

জেলা কংগ্রেস অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীদের তালিকা আগামী মার্চ মাসের শেষের দিকে প্রকাশ করবে।

ওয়ার্ড সদস্য পদের ক্ষেত্রে, কংগ্রেস সমর্থিত প্রতীক বিহীন প্রার্থীদের সংশ্লিষ্ট মণ্ডল কংগ্রেস কমিটির কার্যালয়ে নগদ ফি-সহ আবেদনপত্র জমা দিতে হবে।

পরবর্তীতে, মণ্ডল কংগ্রেস কমিটি, সংশ্লিষ্ট ব্লক কংগ্রেস সভাপতির পরামর্শ অনুযায়ী মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড কংগ্রেসের দখলে আসবে বলে দৃঢ় প্রত্যয়ী জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token