সৌরজিৎ ধর : হাইলাকান্দি জেলার ধলছাড়া-বিলাইপুর মিজোরাম সংযোগী বেহাল রাস্তা নিয়ে সরব হলেন এলাকার জনগণ।
তাদের সঙ্গে এই সরব প্রতিবাদে সামিল হল হাইলাকান্দি জেলা কংগ্রেস।
আজ জেলা কংগ্রেস সভাপতি শামস্ উদ্দিন বড়লস্কর, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব বলেন, রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যায়ে রাস্তার মেরামতির কাজ চলছে।
কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে জেলাশাসককে এই রাস্তাটি পুনর্নির্মাণের দাবী জানিয়েছিল, তিনি রাস্তাটি পুননির্মাণ করার আশ্বাসও দিয়েছিলেন।
কিন্তু এখন দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যায়ে রাস্তার মেরামতির কাজ হচ্ছে।
জেলা সভাপতি এ ধরনের গাইডলাইন বিহীন কাজের সমালোচনা করে বলেন, বর্ষার সময় এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা তো দূরের কথা, জীবজন্তুর চলাচলের অযোগ্য হয়ে পরে।
তিনি বলেন, যে রাস্তা দিয়ে গাগলাচড়া থেকে পাইছেন অতি কম সময়ে পৌঁছানো সম্ভব হয়, সেখানে এক দিকে মেরামতির কাজ করা হচ্ছে, অপরদিকে শেষ হওয়ার আগেই ভেঙ্গে যাচ্ছে।
জেলা কংগ্রেস এরজন্য কাটলীছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর দায়ী বলে কঠোর সমালোচনা করে।