মিঠুন বড়ুয়া, গণআওয়াজ মার্গেরিটা : মার্গেরিটা বাজারে ঘন ঘন চুরি কাণ্ডে নিদ্রা হরন করেছে ব্যবসায়ীদের।
গত ২৭ জানুয়ারি বাজারের ব্যবসায়ী কানু গুহ-র দোকানে চরেরা চালায় সাফাই অভিযান।
হাতিয়ে নিয়ে যায় নগদ প্ৰায় ৩০ হাজার টাকা সহ দোকানের মূল্যবান সামগ্ৰী।
ভুক্তভোগী গুহ এব্যাপারে মার্গেরিটা থানায় একটি এফআইআর করেন।
এই ঘটনা মার্গেরিটায় কোন অভূতপূৰ্ব ঘটনা নয়। এরকম ঘটনা প্রায়ই ঘটছে মার্গেরিটায়।
এর আগেও মার্গেরিটায় এরকম অনেক চুরিকাণ্ড ঘটেছে।
উল্লেখ যে, কিছুদিন আগে কোনো এক দুষ্কৃতীকারী গোষ্ঠী মার্গেরিটা বাজারে অগ্নিসংযোগও করেছিল।
যার ফলে বেশ কয়েকটি ব্যবসায়ী প্ৰতিষ্ঠান আগুনে ভস্মিভুত হয়, কয়েক লক্ষাধিক টাকার সামগ্রীও আগুনে জলে যায়।
এমন ঘটনা বার বার ঘটলেও প্রতিরোধ করতে ব্যর্থ মার্গেরিটা পুলিশ।
এই অভিযোগ মার্গেরিটা বাজার সমিতির সভাপতি সন্তোষ ছেত্রী এবং ব্যবসায়ী কানু গুহ-র।