সুপ্রিয়পাল, দুল্লভছড়া, ১৪ জানুয়ারি : দুল্লভছড়া খণ্ড উন্নয়নের অন্তর্গত মাগুরাছড়ায় ১০৮ দেব-দেবীর মূর্তি নির্মাণ সহ পূজা মণ্ডপের কাজ জোর কদমে চালিয়ে যাচ্ছেন শিল্পী কৃষ্ণ রায় সহ তাঁর সহযোগীরা।
সেই সঙ্গে চলছে মন্ডপের কাজও। পূজারী মধুসূদন লোধ-এর কাছ থেকে জানা যায়, দীর্ঘ আট বছর থেকে পূজাটি চালিয়ে যাওয়া হচ্ছে।
এতে ১০৮ জন দেবদেবীর পূজায় সাতজন পূজারী থাকবেন, যা আগামী ২৬ জানুয়ারি পূজার সূচনার পর দশ দিন লাগাতার পূজাটি চালিয়ে যাওয়া হবে।
স্থানীয় নিভিয়া বোধন হাইয়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ দেবাশীষ দাস ও সমাজসেবী তথা প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামনারায়ণ যাদবেরা বলেন ঠাকুরের অশেষ আশীর্বাদে কারণেই জাঁকজমকভাবে স্থানীয় জনগণের সহযোগিতায় পুজাটি পালিত হয়ে থাকে।
এতে বিভিন্ন জেলার অগণিত ভক্তদের সমাগম হয়, এমনকি দূর দূরান্তের ভক্তরা তাদের মনস্কামনা পূরণে ঠাকুরের নামে নানান সামগ্রী উৎসর্গ করেন।
তাঁরা আরও বলেন, পূজার সূচনার আগে থেকেই পূজা মন্ডপের আশপাশের গ্রামের জনসাধারণেরা সম্পূর্ণভাবে নিরামিষ ভুজন করেন এবং পূজার দিনগুলোতে মন্ডপের আশ পাশের দোকানিরা নিরামিষ খাদ্য দ্রব্য বিক্রিয় করেন।
আয়োজককারীদের পক্ষ থেকে উক্ত দিনগুলিতে উপস্থিত থাকার জন্য জেলার ভক্তদের নিকট বিনম্র আবেদন রেখেছেন।