গণআওয়াজ, কলিয়াবর : সমষ্টি পুননিৰ্ধারনে রূপহীহাট সমষ্টিতে অন্তৰ্ভুক্ত বড়গুলি, গরৈমারি এবং ভকুয়ামারি অঞ্চল নিয়ে অনুষ্ঠিত হল মণ্ডল কংগ্ৰেসের কাৰ্য্যনিৰ্বাহক সভা।
এই সভাতেই আসন্ন পঞ্চায়েত এবং বিধানসভা নিৰ্বাচনে কিভাবে কংগ্ৰেসের বিজয় ধ্বজ উড়ানো যায়, তা নিয়ে এক রণকৌশল প্রস্তুত প্রস্তুত করা হয়।
কলিয়াবর সমষ্টির অন্তৰ্ভুক্ত এই অঞ্চলে অগপ-বিজেপিকে বাদ দিয়ে কংগ্ৰেস প্ৰাৰ্থীকে জয়ী করতে অগ্ৰণী ভূমিকায় রয়েছেন এই অঞ্চলে সাধারণ জনতা।
তাই, এই অঞ্চলে বিজেপির অরুনোদয় প্রকল্পের কোন টোপ প্রভাব বিস্তার করতে পারবে না দাবী করছেন বড়গুলী মণ্ডল কংগ্ৰেসের কৰ্মকৰ্তারা।
বড়গুলীতে অনুষ্ঠিত মণ্ডল কংগ্ৰেসের এই বৰ্ধিত কাৰ্য্যনিৰ্বাহক সভায় উপস্থিত ছিলেন নগাঁও জিলা কংগ্ৰেসের সম্পাদক হারেজ উদ্দিন আহমেদ, বড়গুলী গাওঁ পঞ্চায়েতের প্ৰাক্তন সভাপতি সহ অন্যান্যরা।