পরীক্ষা হলের সিট নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে মারপিট, আহত -২

Spread the love

গণআওয়াজ, আগরতলা : পরীক্ষা হলের সিট নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে মারপিটের ঘটনায় আহত হলেন দুই পড়ুয়া।

বর্তমানে এক পড়ুয়া জিবি হাসপাতালে এবং অপর আহত পড়ুয়া খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, একাদশ শ্রেনীর পরীক্ষা হলের সিট নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে।

ঘটনাটি সোমবার দুপুরে খোয়াই মহকুমার অন্তর্গত গৌরাঙ্গটিলা উচ্চ বিদ্যালয়ে ঘটে। আহত ছাত্রের নাম জিৎ সরকার এবং অপরজন ছাত্রী নাম রেশমী দেব।

সোমবার ত্রিপুরা বোর্ডের একাদশ শ্রেনীর শিক্ষা বিভাগের পরীক্ষা ছিল, হলে রোল নাম্বারের ভিত্তিতে সিট নাম্বার বসান বিদ্যালয় কর্তৃপক্ষ।

জানাগেছে, জিৎ সরকার তার রোল নাম্বারের ভিত্তিতে হলে বসলে রোনাল দেববর্মা নামক অপর এক ছাত্র তাকে ওই সিটে বাসার জন্য বাধা দেয়।

এ নিয়ে দুই ছাত্রের মধ্যে বিবাদ শুরু হয় এবং একটা সময় রোনাল দেববর্মা জিৎ সরকারকে পরীক্ষা শেষে দেখে নেবার হুমকি দেয়।

পরে পরীক্ষা শেষে জিৎ হল থেকে বেরিয়ে আসতেই রোনাল দেববর্মা তার বন্ধু বান্ধব নিয়ে জিৎ সরকারের উপর হামলা চালায়।

এই ঘটনা অন্যান্য ছাত্রছাত্রীদের নজরে আসলে সামাল দিতে ছুটে আসে রেশমী।

সেই সময় রোনাল এবং তার বন্ধুরা রেশমিকেও মারধর করে। ফলে জিৎ সরকার এবং রেশমী দেব দুজনই গুরুতরভাবে আহত হয়।

অবশেষে ঘটনাস্থলে বিদ্যালয় কর্তৃপক্ষ ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে খোয়াই চেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা রেশমীকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token