গণআওয়াজ, শিলচর : বুধবার বরাক উপত্যকার স্বাস্থ্যসেবার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো শিলচর ক্যান্সার হাসপাতালে।
উদ্বোধন অত্যাধুনিক পিইটি-সিটি।
অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনেড় অধীনস্থ এই প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তির সংযোজনে বরাক উপত্যকায় ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিসিএফ-এর চিফ অপারেটিং অফিসার ড০ মেজর জেনারেল জয় প্রকাশ প্রসাদ এবং শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।
ফিতে কেটে এই আধুনিক প্রযুক্তির তারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
বিশিষ্ট চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক স্মরণীয় পর্বে পরিণত হয়।
শিলচর ক্যান্সার হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডাঃ বিশ্বজিৎ ঘোষ অতিথিদেরকে শুভেচ্ছা জানিয়ে প্রকল্প বাস্তবায়নে যাঁদের অবদান রয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় পিইটি-সিটি-র গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডাঃ ইন্দ্রনীল সিনহা।
তিনি, ক্যান্সার শনাক্তকরণ, পর্যায় নির্ধারণ ও চিকিৎসার অগ্রগতিতে এই প্রযুক্তি কতটা কার্যকর ভূমিকা রাখে এবং কীভাবে এটি রোগ নির্ণয়ের নির্ভুলতা বাড়িয়ে তুলবে ব্যাখ্যা করেন।
প্রধান অতিথি ডাঃ জয় প্রকাশ প্রসাদ আধুনিক অনকোলজিতে পিইটি-সিটি প্রযুক্তির অপরিহার্যতার ওপর আলোকপাত করেন।
তিনি এই অত্যাধুনিক যন্ত্রপাতির সংযোজন বরাক উপত্যকার ক্যান্সার রোগীদের জন্য এক আশার আলো হয়ে উঠবে বলে মত প্রকাশ করেন।
বক্তব্য রাখেন শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত।
তিনি অসম সরকার, এসিসিএফ ও টাটা ট্রাস্টের যৌথ প্রচেষ্টার প্রশংসা করে বলেন, এই প্রকল্পের বাস্তবায়ন বরাক উপত্যকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
কাছাড় জেলা প্রশাসনের সহকারী আয়ুক্ত তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোনালি দেবী এই উদ্যোগকে অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সিলচর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সুজিত নন্দী পুরকায়স্থসহ স্বাস্থ্য, সমাজ ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।