গণআওয়াজ, আগরতলা : বেঙ্গালুরু থেকে বাংলাদেশি নাগরিক এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করল ত্রিপুরা পুলিশের অপরাধ শাখা ও জিআরপি।
বিটিএম এলাকা থেকে এই বাংলাদেশি নাগরিক মানব পাচারকারীকে গ্রেপ্তার করে মঙ্গলবার আগরতলার জিআরপি থানায় আনা হয়।
সরকারি রেলওয়ে পুলিশের মতে, আগরতলার জিআরপি থানায় একটি মানব পাচার মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি এবং ভারতীয় দালালদের সহায়তায় সে বাংলাদেশ থেকে বেঙ্গালুরুতে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের নিয়ে যেত এবং তাদেরকে অবৈধ কার্যকলাপে ব্যবহার করত।
এই বিষয়ে জিআরপির একটি বিশেষ তদন্ত দল তাকে আগরতলার জিআরপি থানায় জিজ্ঞাসাবাদ করছে।
আশা করা হচ্ছে, তার কাছ থেকে আরও অনেক দালালের নাম বেরিয়ে আসতে পারে।
ত্রিপুরা ক্রাইম ব্রাঞ্চ এবং জিআরপি ত্রিপুরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নিলয় আহমেদ, পিতা- মোঃ হানিফ, গোলাপবাগ গ্রাম, যাত্রাবাড়ী, ঢাকা, বাংলাদেশ।