গণআওয়াজ, মানকাচার : মানকাচারে সংঘটিত হল অমানবীয় কাণ্ড। দুৰ্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে নিধন করল লক্ষ লক্ষ টকার মাছ।
মানকাচারের ময়নাবান্ধায় সংঘটিত হওয়া এই মাছ নিধনের ঘটনাকে কেন্দ্র করে এলাকার মাছ পালকদের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অঞ্চলের এক মাছ পালক শাহ আলম খান ভাড়া হিসাবে প্ৰায় ২০ বিঘার পুকুর নিয়েছিলেন। এভাবে অন্যরাও ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছেন, কিন্তু রাতে দূৰ্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয়।
সকালে পুকুরে মাছ মরতে দেখে হতবাক হয়ে যান মাছ চাষিরা। ঘটনাকে নিয়ে মাছ চাষি শাহ আলম খান খাড়ুয়াবান্ধা পুলিশের দ্বারস্থ হন।
এজাহার পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নেমেছে।
জানাগেছে, মানুল্লাপাড়ার মহন খান ও আতোয়ার আলীকে অভিযুক্ত করে এজাহার দিয়েছেন ভুক্তভোগী মাছ চাষি শাহ আলম। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন মাছ চাষি শাহ আলম।