জুলি দাস
শ্রীভূমি, ২৭ ফেব্রুয়ারি : এবার শ্রীভূমিতে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘বহুরূপী’ তিন দিবসীয় নাট্যোৎসবের আয়োজন করছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্যোৎসবের উদ্বোধন হবে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে।
তিন দিনে মোট দশটি নাটক মঞ্চস্থ হবে। স্থানীয় ছাড়াও পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, ধর্মনগর থেকে নাট্য দল অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, বরাক উপত্যকার নাট্য এবং সাংস্কৃতিক আঙ্গিনায় একটি উজ্জ্বল নাম ‘বহুরূপী’। ১৯৭৭ সালে স্থাপিত হয় এই নাট্য সংগঠন।
সেই হিসেবে এবার ৪৯ তম বছর। তবে যারা নাট্য সংস্থার যাত্রা শুরু করেছিলেন তাদের মধ্যে অনেকেই বর্তমানে প্রয়াত, কয়েকজন কর্মসূত্রে রাজ্যের বাইরে।

বলতে গেলে বর্তমানে সংগঠন আঁকড়ে ধরেছেন পুরনো একাংশ। তারাই সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। তিন দিনের নাট্যোৎসব সফল করে তোলার জন্য তাঁরা দিনরাত পরিশ্রম করছেন।
শুক্রবার উদ্বোধনের পর তিনটি নাটক মঞ্চস্থ হবে। নাটক পরিবেশন করবে পাথারকান্দির নাট্যজন, শ্রীভূমির নবদিগন্ত এবং বিশ্ববীণা।
দ্বিতীয় দিন নাটক পরিবেশন করবে বহুরূপী, ধর্মনগরের লোকনাট্যম এবং শ্রীভূমির সংলাপ। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে মোট চারটি নাটক রয়েছে।
বহুরূপী নাট্য সংস্থার সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বৃহস্পতিবার বলেছেন, তিন দিবসীয় নাট্য উৎসবের প্রস্তুতি প্রায় সম্পন্ন।
জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে মঞ্চসজ্জার পরিকল্পনা শেষ। এর চূড়ান্ত রূপ দেওয়া হবে শুক্রবার সকালে।
নাটক উপভোগ করার জন্য নাট্যপ্রেমী জনগণকে অনুরোধ জানান তিনি। সাধারণ সম্পাদক আরো বলেছেন, ‘বহুরূপীর নবতম প্রয়াস তিন দিনব্যাপী নাট্যোৎসবের প্রতিটি সন্ধ্যা সকলের উপস্থিতিতে উজ্জ্বল, প্রাণবন্ত এবং পরিপূর্ণ হয়ে উঠবে, এই আশা করছি।’
নাটক পরিবেশন করবে শ্রীভূমির পরণ দ্যা ব্যালেশপ, রং মশাল, শিলচরের দশরূপক এবং পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের থিয়েটার ওয়ার্কার্স রিপোর্টরি।