অসীম রায়, লক্ষীপুর : শুক্রবার বিন্নাকান্দিতে মডেল ডিগ্রি কলেজের ভূমিপূজন ও শিলান্যাস করলেন লক্ষীপুরের বিধায়ক তথা রাজ্যোর মন্ত্রী কৌশিক রাই।
এদিন তিনি জানান, এই কলেজ নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৩৫ কোটি টাকা মঞ্জুর করেছেন।
দুই বছরের মধ্যে কলেজের নির্মাণ কাজ সমাপ্ত হবে এবং ২০২৭ সাল থেকে এই কলেজে ছাত্র ছাত্রীরা শিক্ষা গ্রহন করতে পারবে।
কলেজে থাকবে, কলা, বানিজ্য ও বিজ্ঞান বিভাগ। কলেজটি চালু হলে এই অঞ্চলের ছাত্রছাত্রীদেরকে আর শিলচর যেতে হবে না।
তাছাড়াও আগামীতে পয়লাপুলে একটি আই টি আই, তলেনগ্রামে বরাক নদীর উপর সেতু ও লক্ষীপুরে একটি পলিট্যাকনিকেল স্থাপন করার পরিকল্পনা রয়েছে তার।
সভায় বক্তব্য রাখেন জেলাশাসক মৃদুল যাদব ও লক্ষীপুর কো ডিস্ট্রিক্ট কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক।