গণআওয়াজ প্রতিনিধি, হাইলাকান্দি : রমজান মাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন উত্তর-পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা ইসলামিক চিন্তাবিদ আল্লামা সারিমুল হক লস্কর।
বৃহস্পতিবার হাইলাকান্দির নিজ বাড়িতে সংবাদ মাধ্যমকে সারিমুল বলেন, রমজান মাস হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস।
এই মাসে আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ, তিতিক্ষা ও তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সুযোগ।
মহান আল্লাহর অপার রহমতে আমাদের জীবনকে পরিশুদ্ধ করার এবং কল্যাণের পথে এগিয়ে যাওয়ার এক মহিমান্বিত সময় হলো এই রমজান।
তিনি দেশবাসীকে রমজানের পবিত্রতা রক্ষা করে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতেও বলেন।
ইসলামিক চিন্তাবিদ সারিমুল হক বলেন, এই মাস হিংসা-বিদ্বেষ, অন্যায় ও অশান্তিকে পরিহার করে ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার মাস।
এই পবিত্র মাসে যেন আমরা সবাই ইসলামের সঠিক আদর্শে ফিরে এসে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করি।
তিনি দেশ ও জাতির কল্যাণ, বিশ্বশান্তি ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করেন।
রমজানের পবিত্রতায় উদ্ভাসিত হয়ে সারাদেশের মানুষ শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হবে এই আশাবাদ ব্যক্ত করেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা ইসলামিক চিন্তাবিদ সারিমুল হক লস্কর।
এদিন তাঁর পাশে ছিলেন টান্টু আল জামিয়াতুল আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মকবুল হোসেন চৌধুরী, হাফিজ জহিরুল ইসলাম লস্কর, ক্বারী মনসুর আলী চৌধুরী সহ অন্যান্যরা।