টাকা খরচ করেও নাম নেই জিওটেক তালিকায়, খোলা আকাশের নীচে দাড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রতি কাতর আবেদন

Spread the love

ঘরের ব্যবস্থা করে দাও স্যার, আমরা বড়ই অসহায়!  

দীপন দাস, কাটিগড়া, ১২দিসেম্বর : কষ্টে উপার্জন করা টাকা খরচ করেও নাম নথিভুক্ত হয়নি জিওটেক তালিকায়, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত জালালপুর গাঁও পঞ্চায়েতের অতিদরিদ্র দেড় শতাধিক তপশীলি পরিবার।

খোলা আকাশের নীচে দাড়িয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কাতর আবেদন একটি ঘরের ব্যবস্থা করে দাও স্যার আমরা বড়ই অসহায়।

কাটিগড়া রাজস্ব চক্রের কালাইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্ত ঘেঁসা জালালপুর গাঁও পঞ্চায়েতের নাতানপুর গ্রামের দেড় শতাধিক তপশিলি পরিবারের ভাগ্যে আজও জোটেনি প্রধানমন্ত্রী আবাস।

দরিদ্র মানুষের জন্য নির্ধারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের এই প্রকল্প থেকে বঞ্চিত জালালপুর গাঁও পঞ্চায়েতের 2-3 নং ওয়ার্ডের সীমা দাস, শিবানি দাস, দীপালি দাস, সাবুল নমঃশূদ্র, সোনা রানী দাস, নিবারণ দাস, দীপক চন্দ্র বিশ্বাস, দিগেস বিশ্বাস, নিবারণ চন্দ্র বিশ্বাসরা।

তারা জানিয়েছেন, ২০১৯ সালে তাদের নাম জিওটেক তালিকাভুক্ত করার জন্য 2-3 ওয়ার্ডের সদস্য পরিবার প্রতি পাঁচ শত টাকা করে সংগ্রহ করেন।

কিন্তু এই তালিকা প্রকাশের পর তাদের চোখ কপালে উঠে যায়। অতি দরিদ্র মানুষদেরকে বঞ্চিত করে তালিকায় স্থান পেয়েছে সমাজের বিত্তশালী ব্যক্তিদের নাম। তাদের এই সমস্যা সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন গ্রামবাসী।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token