ইউএসটিএম অধ্যক্ষ মাহবুবুল হকের মুক্তির দাবি জানালেন কাটিগড়ার বিধায়ক খলিল

Spread the love

গণআওয়াজ হাইলাকান্দি : ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়া (ইউএসটিএম)-এর আচার্য মাহবুবুল হকের মুক্তির দাবিতে সরব হলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার।

হাইলাকান্দি জেলার চান্দপুরে এক নাইট ক্রিকেট খেলার অনুষ্ঠানে মাহবুবুল হকের প্রতি তাঁর অকুণ্ঠ সমর্থন জানিয়ে বিধায়ক বলেন, মাহবুবুল হক একজন শিক্ষানুরাগী।

তাঁর নিরলস প্রচেষ্টার ফলেই উত্তরপূর্বাঞ্চল সহ ভারতের বিভিন্ন রাজ্যের অসংখ্য শিক্ষার্থী মানসম্মত শিক্ষার সুযোগ পাচ্ছে।

শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য, তিনি যে ভাবে গোটা অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি শুধু শিক্ষার প্রসারেই নয়, বরং বহু মেধাবী ছাত্র-ছাত্রীদের স্বপ্নপূরণেও বড় ভূমিকা রাখছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিধায়ক খলিল বলেন, যদি মাহবুবুল হকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সরকার অবশ্যই তদন্ত চালাতে পারে।

তবে তাঁকে আটক রেখে নয়, মুক্তি দিয়েই তদন্ত চলুক। একজন শিক্ষাদরদী এবং সমাজগঠকের প্রতি এই ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক ও অনুচিত।

এ নিয়ে উত্তরপূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন রাজ্যের জনগণের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বহু শিক্ষার্থী ও অভিভাবক মাহবুবুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছেন।

তিনি বলেন, মাহবুবুল হকের মতো একজন শিক্ষাবিদের অবদানকে অস্বীকার করে অন্যায়ভাবে তাঁকে আটক রাখার কোনো যৌক্তিকতা নেই। বিধায়কের সঙ্গে ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সামস উদ্দিন বড়লস্কর, কংগ্রেস নেতা মেহবুব আহমদ লস্কর ও জামিল হোসেন লস্কর প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token